Header Ads

Header ADS

লাকসামে জেল-জরিমানা করলো ভ্রাম্যমান আদালত

 


 নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে ভ্রাম্যমান আদালতে হোটেল-বাসসহ একাধিক প্রতিষ্ঠানের জরিমানা ও এক মাদক কারবারিকে কারাদন্ড দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সোমবার (২২ জানুয়ারি) বিকেলে লাকসাম বাইপাস এলাকায় অপরিচ্ছন্নতার অভিযোগে স্বদেশ হোটেলকে ৩০ হাজার টাকা, যানজট সৃষ্টির অভিযোগে উপকূল বাসকে ১০ হাজার টাকা এবং ৫টি সিএনজি চালিত অটোরিকশাকে ২ হাজার ৫শ টাকাসহ ৪২ হাজার ৫শ টাকা জরিমানা করেন।

একইদিন সকালে মামুন (২৪) নামে এক মাদক কারবারিকে একমাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৌরসভার মধ্য শ্রীপুর এলাকা থেকে গাঁজাসহ ঐ মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তমাল। এর আগে লাইসেন্স না থাকায় ইউনিটি ট্রমা হসপিটালের ৫০ হাজার টাকা ও ডাঃ এ বি সিদ্দিকের ৩ হাজার টাকা জরিমানা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান রহমান।

Blogger দ্বারা পরিচালিত.