Header Ads

Header ADS

অর্থ পাচার রোধে কাজ করা হবে: অর্থমন্ত্রী


 অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে তা সমাধান করতে হবে। রাতারাতি সব সংকট দূর করা যাবে না মন্তব্য করেছেন নবনিযুক্ত অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম দিন সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সময় দিতে হবে। পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে অর্থমন্ত্রণালয় একা পারবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সন্ময়ক করে কাজ করবো। রাতারাতি সব কিছু ঠিক করা যাবে না।

তিনি বলেন, অর্থ পাচার রোধে কাজ করা হবে। টাকার মূল্য কমে গেছে। সেটা নিয়েও কাজ করা হবে। এ বিষয়ে দেখি কি করা যায়! অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে। একটু সময় দিন।

Blogger দ্বারা পরিচালিত.