Header Ads

Header ADS

৫ম বারের মত বিজয়ী হলেন তাজুল ইসলাম


 নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের ২৫৭, কুমিল্লা-৯ আসনে লাকসাম ও মনোহরগঞ্জের ১২৬টি কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ২,৩৩,৯৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মীর মোঃ আবু বকর সিদ্দিক চেয়ার প্রতীকে পেয়েছেন ৮,২৬০ ভোট।

অপরদিকে, জাতীয় পার্টির প্রফেসর ড. মোঃ গোলাম মোস্তফা কামাল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬,১৫৯ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগের মোঃ জমির উদ্দিন গামছা প্রতীকে পেয়েছেন ৩,১৪৬ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোঃ মোয়াজ্জেম হোসেন জালালী মোমবাতি প্রতীকে পেয়েছেন ২,৮২৭ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) বীর মুক্তিযোদ্ধা মনিরুল আনোয়ার মশাল প্রতীকে পেয়েছেন ১,৫৭৫ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মোঃ হাছান মিয়া নোঙ্গর প্রতীকে পেয়েছেন ৬৩০ ভোট। 

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৪৩,৫৪৮ জন। প্রাপ্ত ভোট ২,৬২,৪৬৫টি। বাতিল ভোটের সংখ্যা ৫,৯২২টি। মোট বৈধ ভোট ২,৫৬,৫৪৩টি। প্রাপ্ত ভোটের হার ৫৯.২৪%।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হাই সিদ্দিকী এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা এ তথ্য নিশ্চিত করেন।

Blogger দ্বারা পরিচালিত.