Header Ads

Header ADS

লাকসামের ২ কেন্দ্রে ককটেল বিস্ফোরণ


 নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের দুটি ভোট কেন্দ্রের অদূরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ১০টা ও সোয়া দশটার দিকে লাকসামের দুটি কেন্দ্রে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

উপজেলার বাকই ইউনিয়নের কৈত্রা হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই হাবিবুর রহমান জানান, রাত ১০টার দিকে  কেন্দ্রের অদূরে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। 

অপরদিকে, একই ইউনিয়নের বাকই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই আব্দুল লতিফ জানান, রাত সোয়া ১০টার দিকে কেন্দ্রের বাইরে ঈদগাহের পাশে রাস্তায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খান বলেন, আমাদের অফিসাররা সেখানে কাজ করছেন। নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

উল্লেখ্য, জাতীয় সংসদের ২৫৭ নং এ আসনে দুটি উপজেলার মধ্যে লাকসামে ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের মোট ভোটার ২২৮৭৪০ জন, পুরুষ ১১৭৪৫৬, মহিলা ১১১২৮০ জন, ভোট কেন্দ্র ৬৬টি, ভোট কক্ষ ৪২২টি এবং মনোহরগঞ্জে ১১টি ইউনিয়নে মোট ভোটার ১৯১৯৭১ জন, পুরুষ ৯৯৯৮৫ ও মহিলা ৯১৯৮৬ জন, ভোট কেন্দ্র ৬০টি, ভোট কক্ষ ৩৮৬টি ।

Blogger দ্বারা পরিচালিত.