যানজট নিরসনে কুমিল্লা হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে ফুটপাত দখল উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ খাইরুল আলমের নির্দেশনায় শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের মুদাফরগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়। লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদ আলম ভূঁইয়ার নেতৃত্বে অভিযানে মুদাফরগঞ্জ বাজারে বেদখল হওয়া ফুটপাত উদ্ধার, বাজারের যানজট নিরসনে রাস্তার দুপাশে অবৈধভাবে রাখা মালামাল, ভাসমান দোকানপাটসহ হকারদের ভ্যান-ট্রলি অপসারণ কর হয়। উপপরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামালসহ লাকসাম ক্রসিং হাইওয়ে থানার একটি টিম অভিযানে অংশ নেন। এদিকে, পুলিশের অভিযানে বাজারটি যানজট মুক্ত হওয়ায় স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেন। লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদুল আলম ভূঁইয়া জানান, হাইওয়ে পুলিশের দৈনন্দিন কাজের অংশ হিসেবে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের মুদাফরগঞ্জ বাজারে যানজট নিরসনকল্পে এ অভিযান পরিচালিত হয়। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ খাইরুল আলম জানান, যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধে কুমিল্লা হাইওয়ে রিজিওনের ২২টি থানা এলাকায় অভিযান চালানো হয়। আমাদের এ অভিযান চলমান থাকবে।